মশা মারতে চিরুনি অভিযানে ডিএনসিসি

  • ২০-Aug-২০১৯ ০৭:৪৯ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

মহামারি আকার ধারণ করা ডেঙ্গু প্রতিরোধে মশা মারতে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

টানা ৭ দিন এ অভিযান চালানো হবে। ৭ থেকে ১০ দিন পর আবার সেখানে যাবে ডিএনসিসি কর্মকর্তারা। তখনও যদি সেখানে গিয়ে লার্ভা পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে। 

বিভিন্ন সরকারি বা বেসরকরি প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবনেও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 

মঙ্গলবার (২০ আগস্ট) ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান ও বনানী এলাকা) থেকে এ অভিযান শুরু হয়। গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কে অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

গতকাল সোমবার মশা নিধনে আজ থেকে চিরুনি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম।

অভিযান সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি বাড়িতে কাল চিরুনি অভিযান শুরু হবে। কোনো বাড়িতে লার্ভা পাওয়া গেলে স্টিকার লাগিয়ে দেয়া হবে। ১০-১৫ দিন পর আবার গিয়ে পরীক্ষা করা হবে। মশা থাকলে জরিমানা করা হবে।

মশা নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। জমা পানি ফেলে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মঞ্জুর হোসেন প্রমুখ।

 

/কে 

Ads
Ads