ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

  • ২০-Aug-২০১৯ ০৬:৪১ অপরাহ্ন
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক ::

ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বিরোধে জড়িয়ে এ ঘোষণা দেন তিনি।

জোটের শরিক ন্যাশনালিস্ট লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনির তীব্র সমালোচনা করেছেন কন্তে।

কন্তের অভিযোগ, সালভিনি তার ক্ষমতাসীন কোয়ালিশনকে ডুবাতে বসেছেন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা লুটতে অর্থনীতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

Ads
Ads