ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম গ্রেপ্তার

  • ২১-Aug-২০১৯ ০৮:৪৪ অপরাহ্ন
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক ::

দুর্নীতির মামলার ভারতের সাবেক অর্থমন্ত্রী পি. চিদাম্বরমকে গ্রেপ্তার করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। বুধবার রাত ১০টা নাগাদ তাকে তার দক্ষিণ দিল্লির বাসা থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে নিয়ে যাওয়া হয়।

তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দাবি করে গ্রেপ্তারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিদাম্বরম বলেন, ‘আমি কোনো অপরাধে অভিযুক্ত নই। এফআইআরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিজ বাসভবনের যাওয়ার পর সেখানে পৌঁছান সিবিআই কর্মকর্তারা। বাসভবনে কয়েক ঘণ্টাব্যাপী নানা নাটকীয়তার পর গ্রেপ্তার করা হয় চিদাম্বরমকে।

দুই মেয়াদে ২০০৪ থেকে ২০০৮ এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এ কংগ্রেস নেতা।

Ads
Ads