দিনাজপুরে ভোরের পাতা সম্পাদক ড. কাজী এরতেজা হাসান, সাংবাদিক উৎপল দাসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

- ২২-Aug-২০১৯ ১১:১২ পূর্বাহ্ণ
::নিজস্ব প্রতিবেদক::
দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য ও ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান ও ভোরের পাতার সিনিয়র প্রতিবেদক উৎপল দাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করার আবেদন করেছেন মামলার বাদী ও দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. তছলিম উদ্দিন।
চলতি মাসের ২০ আগস্ট দিনাজপুর সদরে কোতোয়ালী থানায় ভোরের পাতায় প্রকাশিত একটি সংবাদের বিষয়ে ৬৬ নম্বর মামলাটি করেছিলেন তছলিম উদ্দিন। এরপর আজ বৃহস্পতিবার ২২ তারিখ তিনি কোতোয়ালী থানায় মামলা প্রত্যাহারে আবেদন করেন।
এ বিষয়ে ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান বলেন, মামলা প্রত্যাহার হয়েছে শুনে ভালো লাগছে। তবে ভোরের পাতা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে সত্য ও ন্যায়ের পথে ছিল, আছে এবং থাকবে।