রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • ২৩-Aug-২০১৯ ০৮:৩৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে দুর্ঘটনা দুটি ঘটে। তারা হলেন- আবদুল কাদের (৬০) ও মোস্তাক (৫৮)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রামপুরা থানার উপপরিদর্শক মো. সোহেল জানান, আব্দুল কাদের সুপ্রিম কোর্টের গাড়িচালক। মেরুল বাড্ডা আনন্দ নগর এলাকায় পরিবার নিয়ে থাকেন। তার বাবার নাম মৃত আদম তালুকদার। পরিবারের লোকজনের বরাদ দিয়ে বলেন, ‘মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে রামপুরা ব্রিজের কাছে আব্দুল কাদের দুর্ঘটনা শিকার হন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা পোনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

অপরদিকে, যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিক্যাল হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মিনি ট্রাকের ধাক্কায় মোস্তাক (৬০) নামে একজন পথচারী গুরুতর আহত হন। পরে রাজু নামে আরেক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Ads
Ads