সাফ অনূর্ধ্ব-১৫: ভুটানকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের

- ২৩-Aug-২০১৯ ১২:১০ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের কিশোরদের। শুক্রবার ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের কল্যাণী স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ভুটানের মুখোমুখি হয়ে বাংলাদেশ। খেলার ১৫ মিনিটে মিরাদের গোলে ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল।
এরপর দুই মিনিটের ব্যবধানে গোল করে সমতায় ফেরে ভুটান। খেলার ২১ মিনিটে রহমানের গোলে আবারও ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। খেলার ৩২ মিনিটে গোল করে সমতায় ফেরে ভুটান।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ফের (৩-১) এগিয়ে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে খেলার ৮৪তম ফের গোল করেন মিরাদ। খেলার অতিরিক্ত সময়ে বাবুর গোলে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।
আগামী রোববার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ২৭ ও ২৯ আগস্ট বাংলাদেশ খেলবে নেপাল ও স্বাগতিক ভারতের বিপক্ষে।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ গোলে হেরে যায় ভুটান।
/কে