ময়মনসিংহে ডেঙ্গুতে ৫ মাসের শিশুর মৃত্যু

- ২৪-Aug-২০১৯ ০৭:৩৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জারিফ।
শনিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে মমেকে চিকিৎসাধীন থেকে ওই শিশুর মৃত্যু হয়।
মমেকের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম জানান, গাজীপুরের একটি ক্লিনিকে দুদিন চিকিৎসাধীন ছিল জারিফ।
শনিবার ভোরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আধাঘণ্টা পরই মারা যায় শিশুটি।
এর আগে ডেঙ্গুজ্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার রোগীর মৃত্যু হয়।
/কে