ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

- ২৪-Aug-২০১৯ ০৮:১৩ পূর্বাহ্ণ
:: সীমানা পেরিয়ে ডেস্ক ::
চলে গেলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত কয়েকদিন ধরে এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
অসুস্থতার কারণে এবছর নির্বাচন ও মন্ত্রিসভা থেকে দূরে ছিলেন তিনি। গত পাঁচ বছরের মোদী সরকারের মন্ত্রিসভায় তিনি ছিলেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছিল। তবে গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
এক বিবৃতিতে এইমস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ শনিবার ১২ টা ৭ মিনিটে তিনি মারা গেছেন।
/কে