মাদারীপুরে বাসচাপায় নিহত ২

  • ২৫-Aug-২০১৯ ০৭:৫৯ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

মাদারীপুরে কালকিনি উপজেলায় বাসচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উম্মেহানী (৬৫) ও তার ভগ্নিপতি মতলেব হোসেন (৬৬)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খাদে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে সুগন্ধা পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার ডাসারের বালীগ্রামের কর্নপাড়ায় পৌঁছালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয় বাসটি। এসময় যাত্রী নিয়ে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। এতে বৃদ্ধ ভ্যানযাত্রী উম্মেহানী ও মতলেব গুরুতর আহত হন। তাদের দুজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ads
Ads