স্পেনে মাঝ আকাশে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ, নিহত ৭

- ২৬-Aug-২০১৯ ০৬:৩৫ পূর্বাহ্ণ
:: সীমানা পেরিয়ে ডেস্ক ::
স্পেনের দ্বীপ মালোরকাতে একটি হেলিকপ্টার ও হালকা বিমানের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) স্পেন উপকূলে জনপ্রিয় পর্যটন শহর ইনকার কাছে এই দুর্ঘটনা হয়।
আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স আঠারো বছরের কম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দুই শিশুসহ নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন হেলিকপ্টার আরোহী। অপর নিহত দুজন ছোট বিমানের যাত্রী। এই ছোট বিমান সর্বোচ্চ দুজন যাত্রী বহন করতে পারে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।
আঞ্চলিক প্রেসিডেন্ট ফ্রান্সিনা আরমেঙ্গল জানান, জরুরি সেবারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং আঞ্চলিক সরকারের একজন মন্ত্রীকে সেখানে পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইনকা হাসপাতালের উপরে আকাশে এই দুর্ঘটনা ঘটে।
স্পেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে হেলিকপ্টার ও বিমানে ধ্বংসাবশেষ কাছের একটি খামারে পড়েছে।