সুদানে ভয়াবহ বন্যায় ৬২ জনের প্রাণহানি

  • ২৬-Aug-২০১৯ ০৯:২৯ পূর্বাহ্ণ
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক ::

সুদানে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৬২ জনের মৃত্যু হয়েছে। এ বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৬ আগস্ট) বিবিসি জানিয়েছে, উত্তর আফ্রিকার এই দেশটিতে গত জুলাই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে সবমিলিয়ে ১৫টি রাজ্যের দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল রাজ্যটি।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৩৭ হাজারের বেশি বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিভিন্ন স্থানে আরও বৃষ্টিপাত ও বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাস পেরিয়ে অক্টোবর মাস জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটি।

Ads
Ads