ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত এস পি হারুন

  • ২৬-Aug-২০১৯ ০৯:৪০ পূর্বাহ্ণ
Ads

:: নারায়ণগঞ্জ প্রতিনিধি ::

আবারও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।

সোমবার (২৬ আগস্ট) সকাল দশটার দিকে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ সভায় তাকে নির্বাচিত করা হয়।

এ নিয়ে এস পি হারুন অর রশিদ ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে আরো পাচবার তিনি নির্বাচিত হয়েছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরো জানান্য হয়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি হারুন অর রশীদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে।

নারায়ণগঞ্জে যোগদানের পর জেলা পুলিশ সুপার হারুন রশিদ গত ২০১৮ সালের ডিসেম্বর, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য পরপর তিনবার, মে, জুন এবং জুলাই মাসের জন্য আরও তিনবার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।

Ads
Ads