গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত

  • ২৭-Aug-২০১৯ ০৪:৪৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় মিকচার মেশিনের গাড়ির ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরিয়তপুরের সখিপুর থানার হাওলাকান্দি এলাকার মালেক সরকারের ছেলে রুবেল হোসেন (২১) অপরজনের পরিচয় জানা যায়নি। নিহতরা দু’জনই একটি কারখানার শ্রমিক ছিলেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় একটি ভ্যানযোগে রুবেলসহ ২ শ্রমিক চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মিকচার মেশিনের একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলসহ দু’জন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে থানায় এসেছে।

এ ঘটনায় মিকচার মেশিনের গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মজিবুর।

 

/কে 

Ads
Ads