এবার প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন ফারহানা

- ২৭-Aug-২০১৯ ১১:৫০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকার পূর্বাচলে ১০কাঠার প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (২৭ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি প্লট চেয়ে করা আবেদনটি প্রত্যাহার করে নেন।
তাতে তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের অনুভূতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে গত ৩ আগস্ট সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলে প্লটের জন্য আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, তৃণমূলের নেতাকর্মীদের আবেগ অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন; রাজনৈতিক সচেতন কর্মী হিসেবে আমি একে সাধুবাদ জানাই। এটা প্রশংসনীয় কাজ করেছেন তিনি।