দেশের টেলিভিশন চ্যানেলগুলো পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে: প্রধানমন্ত্রী

  • ২৮-Aug-২০১৯ ০১:১৭ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২৮ আগস্ট) অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাত করতে গেলে এ কথা বলেন তিনি। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক সময়ে বাংলাদেশের কেবল একটি টেলিভিশন চ্যানেল, বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পরে এই মিডিয়া শিল্পকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে।

তিনি আরো বলেন, সমস্ত টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।

অ্যাটকো নেতারা প্রধানমন্ত্রীকে জানান, তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান ও তথ্য সচিব আব্দুল মালেক এসময় উপস্থিত ছিলেন।

অ্যাটকোর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল হক বাবু, আহমেদ জোবায়ের প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

/কে 

Ads
Ads