কৃষ্ণা রানীকে চাপা দেয়া ট্রাস্ট পরিবহনের বাসচালক গ্রেফতার

- ২-Sep-২০১৯ ০৫:০৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর বাংলামোটরে ফুটপাতে বাসচাপায় বিআইডব্লিটিসি’র নারী কর্মকর্তা কৃষ্ণ রায়ের (৫০) পা হারানোর ঘটনায় প্রধান আসামি ট্রাস্ট পরিবহনের চালক মোরশেদকে গ্রেফতার করে হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) মিরপুরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তর বিভাগের এসপি বশির আহমেদ বলেন, তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, বিআইডব্লিউটিসির অর্থ বিভাগের সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রানী মঙ্গলবার দুপুরে বাংলামোটরে অফিসের উল্টোপাশের সড়কের ফুটপাতে দাঁড়িয়েছিলেন। ওই সময় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ফুটপাতে উঠে ধাক্কা দেয় তাকে। এতে বাসের সামনের অংশে তার বাঁ পা আটকে বিচ্ছিন্ন হয়ে যায়। পঙ্গু হাসপাতালে ওইদিনই তার হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকরা।
বুধবার (২৮ আগস্ট) বিকালে কৃষ্ণার স্বামী রাধেশ্যাম চৌধুরী বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা (নম্বর ৩৭) দায়ের করেন। এতে বাসের মালিক, চালক ও চালকের সহকারীকে আসামি করা হয়েছে।