কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

  • ২-Sep-২০১৯ ০৮:১৯ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলদস্যু দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার সময় মহেশখালী থানার মাতারবাড়ি ইউনিয়নের চাইরার ডেইল এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব ৭-এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাশকুর রহমান বন্দুকযুদ্ধের ঘটনাটি নিশ্চিত করেছেন

নিহত নুরুল কাদের রানা মহেশখালীর নুরুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নুরুল কাদেরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Ads
Ads