সিলেটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি নিহত

  • ২-Sep-২০১৯ ০৮:২৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফজর আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে উপজেলার মিত্রিমহল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ফজর আলী মাদককারবারি। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।

র‌্যাব- ৯ এর মিডিয়া অফিসার এএসপি মনিরুজ্জামান জানান, রবিবার রাত ১২টার দিকে ফজর আলীর নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে রাত ৩টার দিকে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার এমডিসি ব্রিকস ফিল্ডে মাদক উদ্ধারে যায় র্যায়ব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদককারবারীরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ ফজর আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২১ বোতল অফিসার চয়েস ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত ফজর আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও শিশু নির্যাতনের ২১ মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

Ads
Ads