প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোট ভুয়া

  • ৩-Sep-২০১৯ ১১:৩০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত যে ১০০ টাকার নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে তা ভুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট বাংলাদেশ ব্যাংক ছাপেনি। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তা ভুয়া নোটের ছবি। বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে বাজারে রয়েছে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ ও ১০০০ টাকার নোট। এগুলোর কোনোটিতেই প্রধানমন্ত্রীর ছবি নেই।

Ads
Ads