ময়মনসিংহে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

- ৯-Sep-২০১৯ ০৬:২৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামকস্থানে ট্রাক (ঢাকা মেট্রোঃ২২-২২৯৬) চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ন পুর গ্রামের মনার ছেলে আলা উদ্দিন (৭০) এবং একই উপজেলার আবুলের ছেলে ফজলু (৫০)।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ট্রাক দুইজন পথচারীকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।