নগরবাসীর তথ্য নিবন্ধনে অ্যাপ চালু করল ডিএমপি

- ৯-Sep-২০১৯ ০৯:১৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য নিবন্ধনের জন্য ঢাকা মহানগর পুলিশ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিআইএমএস) মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে রাজধানীবাসীকে কোনো ম্যাসেজ দিতে চাইলে তা দ্রুত মোবাইলে ও ই-মেইলের মাধ্যমে পৌঁছে যাবে। অ্যাপটির মাধ্যমে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ, নির্ভূল ও দ্রুত হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সিআইএমএস বা নাগরিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির এই অ্যাপস উদ্বোধন করেন।
ডিএমপি কমিশনার জানান, ‘মোবাইল অ্যাপসের মাধ্যমে ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা নিজেরাই নিজেদের তথ্য সহজ, নির্ভূল ও দ্রুত পূরণ করতে পারবেন। এই তথ্য সরাসরি ডিএমপির সার্ভারে জমা হবে। এতে করে ডিএমপি পুলিশ নগরবাসীদের জন্য কোনও ম্যাসেজ দিতে চাইলে মোবাইলের ম্যাসেজে কিংবা ই-মেইলে দ্রুততার সঙ্গে দিতে পারবে।’
‘এতদিন নাগরিকদের অ্যানালগ পদ্ধতিতে তথ্য ফরম পূরণ করে থানায় জমা দিতে হতো। আজ থেকে নাগরিকরা স্মার্ট ফোনের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে তথ্য ফরম পূরণ করে জমা দিতে পারবেন।’
অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে পুলিশের দক্ষতা বৃদ্ধি করে সমাজ থেকে অপরাধ ভীতি দূর করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করে পুলিশ ভীতি দূর করার লক্ষ্যে ২০১৫ সাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় শুরু হয় বিট পুলিশিং প্রথা। অপরাধ ব্যবস্থাপনার জন্য নানাবিধ তথ্য সংগ্রহের অংশ হিসেবে মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২০১৬ সাল থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম।
তথ্যে বহুবিধ ব্যবহার নিশ্চিতকল্পে প্রস্তুত করা হয় 'সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম' (সিআইএমএস), যার যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর। বর্তমানে সিআইএমএস'র তথ্য ভান্ডারে ৭২ লাখেরও অধিক নাগরিক তথ্য সংগৃহীত আছে। নাগরিক তথ্য সংরক্ষিত থাকার কারণে মামলার রহস্য উদঘাটনে যেমন সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে, তেমনি অপরাধ প্রতিরোধে ডিএমপি'র দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘তথ্য গোপন করে কিংবা ভুল তথ্য দিয়ে বাড়ি ভাড়া নেয়া প্রায় অসম্ভব বিধায় অপরাধী, সন্ত্রাসী ব্যক্তি বা গোষ্ঠী সহজে বাড়ি ভাড়া নিতে পারছে না। এজন্য আমরা সাধারণভাবে সম্মানিত নগরবাসী বিশেষ করে বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞ। তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি আমরা এ পর্যন্ত ম্যানুয়ালি করে আসছি। বিট অফিসারবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফরমে তথ্য সংগ্রহ করে থানায় সংরক্ষিত কম্পিউটারে ডাটা এন্ট্রি দিচ্ছেন। ফলে এ প্রক্রিয়া যথেষ্ট গতিশীল নয় ।
ডিএমপি কমিশনার বলেন, ‘সিআইএমএস মোবাইল অ্যাপসটি আজ থেকে গুগল প্লে স্টোর এ CIMS DMP লিখে সার্চ দিয়ে ডাউনলোড করা যাবে। কিছুদিন পর অ্যাপেল স্টোর থেকেও CIMS DMP লিখে সার্চ দিয়ে ডাউনলোড করা যাবে। নগরবাসীর তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল সংগ্রহের পাশাপাশি ম্যানুয়ালি তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।’