আত্মহত্যা: প্রতি ৪০ সেকেন্ডে একজন

- ১০-Sep-২০১৯ ০৯:৫৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে বলে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানান বক্তারা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হাতিরঝিলে দিবসটি উপলক্ষে একটি সমাপনী অনুষ্ঠান আয়োজন করে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)।
আলোচনা সভার সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের শরীরের অন্যান্য রোগের মতো আত্মহত্যাও একটি। এই ব্যাধিতে দূর করতে হলে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। সবাই একসঙ্গে চেষ্টা করলে আমরা অবশ্যই দেশ থেকে আত্মহত্যা দূর করতে পারবো। আমরা বাঙালি জাতি, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাহলে একসঙ্গে আত্মহত্যার মতো সামাজিক ব্যাধিও সমাজ থেকে দূর করতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় প্রমুখ।
/কে