রাজবাড়ীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

- ১১-Sep-২০১৯ ০৪:৪৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজবাড়ীর পাংশা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী মণ্ডলকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শওকত আলী মৌরাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে বাগদুল গ্রামের নজির মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কেসমত জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাগদুল বাজারে মুখে কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত মেম্বার শওকত আলীর ওপর হামলা করে পিটিয়ে আহত করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে বোমা বিস্ফোরণও ঘটানো হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা শওকতকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।