বৃষ্টির কবলে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

  • ১২-Sep-২০১৯ ০৫:৫১ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

ফুটবল-ক্রিকেটে পরপর টানা দুই হারের পর আজ আবারও ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

প্রথমে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানে হার। পরদিনই ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

এই অবস্থায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তানের যুবারা। শ্রীলঙ্কার মোরাতুয়ার টাইরনি ফার্নান্দো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টা পর্যন্ত টস করা সম্ভব হয়নি। কেননা এই ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে।

এই ম্যাচে জিতলেই ফাইনালের টিকিট মিলবে। গ্রুপ পর্বে বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে দুটি জিতেছিল আফগানিস্তান।

 

/কে 

Ads
Ads