৭ ঘণ্টা পর মিনিস্টার ফ্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • ১৩-Sep-২০১৯ ০৯:১৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

দমকল বাহিনীর ১৮টি ইউনিটের চেষ্টায় সাত ঘণ্টার পর নিভেছে মিনিস্টার হাইটেক পার্ক কারখানার আগুন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয় তলা ভবনটির ষষ্ঠ তলাতেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ভবনটির ষষ্ঠ ও পঞ্চম তলা পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে দমকল বাহিনীতে বেগ পেতে হয়।

তিনি বলেন, কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা ছিল না। পাশের মার্কওয়্যার লিমিটেডের ডোবা থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি।

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলাম জানান, শুক্রবার কারখানাটি বন্ধ ছিল। কারখানায় রাইস কুকার, ইস্ত্রিসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য তৈরি ও টিভি, ফ্রিজ সংযোজন করা হতো। দুই হাজার কর্মী এখানে কাজ করেন। উৎপাদিত পণ্য সামগ্রী কারখানা ভবনের ষষ্ঠ তলায় মজুদ রাখা ছিল। কীভাবে আগুন লাগতে পারে বা কী পরিমাণ মালামাল ওই গুদামে ছিল তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’

এদিকে মাইওয়ান ইলেকট্রনিক্সের সহযোগী প্রতিষ্ঠান মিনিস্টার পার্কে আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম। তিনি জানান, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিউল্লাহকে (এডিসি-শিক্ষা) প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Ads
Ads