আছাদুজ্জামানের বিদায়, ডিএমপির দায়িত্ব নিলেন শফিকুল

- ১৩-Sep-২০১৯ ০২:৪২ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪ তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শফিউল ইসলাম। তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্থলাভিষিক্ত হলেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
এর আগে গত ২৮ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে শফিউল ইসলামকে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
অন্যদিকে বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়।
/কে