কিশোরগঞ্জে ট্রলারডুবে মা-ছেলেসহ নিহত ৩

- ১৪-Sep-২০১৯ ০৩:২৯ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
কিশোরগঞ্জের ইটনায় হাওরে অতিরিক্ত মালবোঝাই ট্রলার ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া বাজার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিমলা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী জায়দা খাতুন (৩০), তার ছেলে ইয়ামিন মিয়া (৭) ও গন্ধবপুর গ্রামের জব্বার হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৬০)।
ইটনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব বলেন, যাত্রী ও মালামালবোঝাই করে ইঞ্জিনচালিত একটি ট্রলার তাড়াইল উপজেলার থেকে ইটনা উপজেলার রায়টুটি যাচ্ছিল। বিকেল ৪টার দিকে অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে যায় এক শিশুসহ চারজন। পরে আশপাশের লোকজন দুই নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে।