কলম্বিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

- ১৬-Sep-২০১৯ ০৮:৩৮ পূর্বাহ্ণ
:: আন্তর্জাতিক ডেস্ক ::
কলম্বিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাড়ির ওপর রোববার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। দেশটির দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
স্থানীয় সময় রোববার দুপুর ২টা ১১ মিনিটে ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি লোপেজ দে মিকে থেকে পোপায়ানে যাচ্ছিল।
দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই বিমানটিতে নয়জন আরোহী ছিলেন। সাতজন নিহত হয়েছে, আর অপর দুজন গুরুতর আহত হয়েছে।
তিনি বলেন, যে এলাকায় ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে ভূমিতে থাকা এক শিশু আহত হয়েছে। তবে বিমান বিধ্বস্ত হওয়ার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিল বলেও জানান তিনি।
এদিকে কী কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান গানান।