সম্পাদক পরিষদ: সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম

  • ১৬-Sep-২০১৯ ০৯:০০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোবাবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওরান বাজারে ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বৈঠকে নতুন এই নির্বাহী কমিটি গঠন করা হয়। আগামী পহেলা অক্টোবর নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তাসমিমা হোসেন (সম্পাদক, দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহবুব (সম্পাদক ও প্রকাশক, বণিক বার্তা), কোষাধ্যক্ষ মুস্তাফিজ শফি (ভারপ্রাপ্ত সম্পাদক, সমকাল)।

পাশাপাশি ৪ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন শ্যামল দত্ত (সম্পাদক, ভোরের কাগজ), মতিউর রহমান চৌধুরী (সম্পাদক, মানবজমিন), সাইফুল আলম (ভারপ্রাপ্ত সম্পাদক, যুগান্তর), এম এ মালেক (সম্পাদক, দৈনিক আজাদী)

Ads
Ads