জাতীয় ভোক্তা অধিদফতরের নতুন ডিজি বাবলু কুমার

  • ১৮-Sep-২০১৯ ১১:১৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ নিয়াগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্কর সম্প্রতি অবসরে গেছেন। এরপর অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার বিভাগ) হারুন-উজ-জামান ভূঁইয়া অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোক্তা অধিকার সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, গণশুনানি ও বিরোধ নিষ্পত্তি, জনসচেতনতা সৃষ্টি ও বাজার তদারকির মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণ, ভোক্তাদের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি এবং গণশুনানি ও সভা বা সেমিনার আয়োজনের কাজ করে থাকে।

 

/কে 

Ads
Ads