এবার মতিঝিলের ৪ ক্লাবে পুলিশের অভিযান

- ২২-Sep-২০১৯ ১০:০৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর মতিঝিলের চার ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটার পরে এ ক্লাবগুলো অভিযান শুরু করে পুলিশ।
মতিঝিলের উপ পুলিশ কমিশনর (ডিসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাব। এ ক্লাবগুলো ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নিয়ন্ত্রনে বলে জানা যায়।
ডিসি আনোয়ার বলেন, ‘সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের পর বিভিন্ন ক্লাব থেকে জিনিসপত্র এ ক্লাবে এনে রাখা হয়েছে। এছাড়া এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে।’
এর আগে রাজধানীর ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে অভিযানের পরদিন শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র এবং ধানমণ্ডি ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
এ সময় আরও চারজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধানমণ্ডি ক্লাবের বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করা হয়েছে। এছাড়া এদিন এজাক্স ক্লাব ও কারওয়ান বাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রাখলেও ক্লাব দুটি বন্ধ থাকায় শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে র্যাব।