রাজধানীতে ৫ শতাধিক চোরাই মোবাইলসহ ৬ জন আটক

- ২৭-Sep-২০১৯ ০৮:৫৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর মিরপুর ১১ নম্বরে ৫ শতাধিক চোরাই মোবাইল ফোন ও ট্যাবসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে আটকের বিষয়িটি নিশ্চিত করেছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম। এরআগে বৃহস্পতিবার রাতে মিরপুর ১১ নম্বর লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কালি মোল্লা, স্বপন ফকির, হৃদয়, বিল্লাল, মকবুল খান ও রাকিব।
সহকারী পুলিশ কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবী এলাকায় চুরি ও ছিনতাই চালিয়ে আসছিল তারা। বৃহস্পতিবার রাতে লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন বিক্রি করার সময় ৫ শতাধিক মোবাইল ও ৫টি ট্যাবসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।