উপ-কমিশনার সাজ্জাদুর রহমানের পিস্তলের গুলিতে ছেলে নিহত

- ৩০-Sep-২০১৯ ০৬:৩৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
আজিমপুরের সরকারি কলোনীতে ডিএমপি'র উপ-কমিশনার সাজ্জাদুর রহমানের লাইসেন্স করা পিস্তলের গুলিতে ছেলে সাদিক নিহত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে সাদিক বিন সাজ্জাদ (১৭) নামে এই কিশোর। সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আসলাম উদ্দিন বলেন, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতো সে। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে সে আত্মহত্যা করে।
ঘটনাস্থলে থাকা ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি তিনি।
/কে