অনলাইন ক্যাসিনো সেলিমের কার্যালয় বিপুল পরিমাণ বিদেশি মদ, নগদ টাকা

- ১-Oct-২০১৯ ০৬:৪৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের রাজধানীর গুলশান-২ এর ১১/এ রোডে সেলিম প্রধানের অফিস থেকে সোমবার রাত সাড়ে ৯টায় বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (০১ অক্টোবর) র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সোমবার দিনগত রাতে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব সদস্যরা। পরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিমকে আটক করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে তাকে আটক করা হয়। এরপর সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।
র্যাব জানায়, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনোর মূলহোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।
/কে