থৈ থৈ পানিতে তলিয়ে গেছে রাজধানী

  • ১-Oct-২০১৯ ১১:০৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর যে দিকেই তাকাবেন শুধু পানি আর পানি। থৈ থৈ পানিতে যেন রাজধানী রূপ নিয়েছে নদীতে। প্রায় ঘণ্টাব্যাপী প্রবল বর্ষণে রাজধানীর অধিকাংশ জায়গা তলিয়ে গেছে। কোথাও কোমড় পানি কোথাও বা হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে ভারী বর্ষণ শুরু হয়। চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতেই তলিয়ে যায় রাজধানী। 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মতিঝিল, পল্টন, কাকরাইল, বিজয়নগর, প্রেসক্লাব, শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, রোকেয়া সরণি, মিরপুর ১০, মিরপুর ১১, কালশী, বিজয় সরণী, মহাখালী, খিলগাঁও, আরামবাগ, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি।

কোনো কোনো জায়গায় হাঁটু পানি, কোনো কোনো জায়গায় তার চেয়ে বেশি পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে। রাস্তায় পানি জমে থাকায় বেশি বিপদে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও ঘর থেকে বের হওয়া মানুষগুলো।

এছাড়া বৃষ্টি ও পানির কারণেও জনচলাচল কম দেখা গেছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় পরিবহন সংকটের খবরও পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় খোঁড়াখুঁড়ির কারণে পানি জমা পথে চলাচল করতে সমস্যা হচ্ছে।

এদিকে ব্যাপক জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। যেসব এলাকায় হাটু পানি সেসব এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে হয়। নগরের অনেক বাসিন্দা চরম দুর্ভোগে পড়েন। হাঁটু পানি ডিঙিয়ে অফিসে যেতে হচ্ছে।

Ads
Ads