জামিন পেলেই বিদেশে চলে যাবেন খালেদা জিয়া

  • ১-Oct-২০১৯ ০৩:০০ অপরাহ্ন
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশকিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি নেতারা বরাবরই অভিযোগ করে আসছেন সেখানে তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, উনি (খালেদা জিয়া) চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশ যাবেন। আজকে জামিন পেলে কালকেই বিদেশে যাবেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল ৪টায় বিএসএমএমইউর কেবিন ব্লকে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি নেতা হারুন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পর বেরিয়ে এসে হারুন সাংবাদিকদের বলেন, উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, তা কাটিয়ে উঠতে উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এর জন্য উনাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানাই, উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার রয়েছে, তা থেকে উনি যেনো বঞ্চিত না হয়।

Ads
Ads