সঠিক সময়ে হচ্ছে না বঙ্গবন্ধু বিপিএল!

- ১-Oct-২০১৯ ০৩:৪৫ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে চলতি বছরের ৬ ডিসেম্বর থেকে।
এদিকে নতুন ভাবে জটলা তৈরি হয়েছে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায়।
মঙ্গলবার (১ অক্টোবর) পল্টনের আউটার স্টেডিয়ামে শেখ রাসেল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি জানান, সঠিক সময়ে না হবার সম্ভাবনা বিপিএলের সপ্তম আসরের। এবারের বিপিএল যেহেতু নতুন ফরম্যাটে হচ্ছে তাই নতুন করে স্পন্সর পার্টনার নেয়া হয়েছে। তাদের সঙ্গে চুক্তি ধরণটা ঠিক করতে হবে। নতুন করে বাইলজ করতে হবে। এই কাজগুলো শেষ করে প্লেয়ার ড্রাফটে যেতে হবে।
তিনি বলেন, স্পন্সরদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তো আমরা নতুন কিছু বলতে পারছি না। এগুলো করতে অনেক সময়ের ব্যাপার। তাই পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
নতুন তারিখ কবে হতে পারে এ নিয়ে নির্দিষ্ট কিছু বলতে পারেননি জালাল ইউনুস।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিপিএলের সপ্তম আসরের নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।