একটু অপেক্ষা করুন গরম খবর পাবেন, সাংবাদিকদের কাদের

  • ২-Oct-২০১৯ ০৮:৫৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘একটু অপেক্ষা করুন গরম খবর পাবেন।’

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলন হবে। পরে জাতীয় সম্মেলন। এ সম্মেলনে দলের জন্য নিবেদিত প্রাণ কর্মীরাই নেতৃত্বে আসবে। স্বচ্ছ ইমেজ যাদের আছে, তারাই গুরুত্বপূর্ণ পদে আসবেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের কমিটিতে জায়গা দেবেন না।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটু অপেক্ষা করুন গরম খবর পাবেন। যখন জানাবো তখনই বুঝবেন কী ধরনের খবর। আমাদের সাংগঠনিক সফর শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে জেলা ওয়ারি প্রতিনিধি সম্মেলন হচ্ছে।’

কাদের বলেন, ‘যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে। তিনি ভারত যাওয়ার আগেই এ বিষয়ে দিকনির্দেশনা দেবেন। পারফরমেন্সের ভিত্তিতে এবার নতুন কমিটি গঠন করা হবে। এছাড়াও যাদের ক্লিন ইমেজ ও উজ্জল ভাবমূর্তি আছে তারাই নির্বাহী কমিটিতে আসবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নানাভাবেই নেওয়া যায়। পদ কেড়ে নেওয়াসহ পদাবনতি দেওয়াও সাংগঠনিক ব্যবস্থা।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের মধ্যে চাঁদাবাজ, ক্যাসিনো পরিচালনাকারী ও ধান্দাবাজদের সম্পর্কে আপনারা এতদিন লেখালেখি করেননি কেন। এখন আমরা অভয়ের দরজা খুলে দিয়েছি। এখন আপনারা লিখুন।’

নিজের পদ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পারসোনালি আমি কোনো প্রার্থিতা ঘোষণা করব না। নেত্রী যাকে ইচ্ছা দেবেন। আমাকে যদি তিনি থাকতে বলেন, সেটি তিনি বলতে পারেন। আবার বলতে পারেন বিদায়। আরেকজন আসবে, নতুন মুখ আসবে। ওয়েলকাম, কোনো অসুবিধা নেই।’

কাদের বলেন, ‘সাধারণ সম্পাদকের পদটি পার্টির সর্বোচ্চ পদধারীর নির্দেশেই চলে। এ ক্ষেত্রে অনেক প্রার্থী থাকতে পারেন। আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক একবার হয়েছি, এটিই সম্মানের। সারাজীবন আওয়ামী লীগের কর্মী হিসেবেই থাকতে চাই।’

খালেদা জিয়া জামিন নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান, এ ব্যাপারে সাংবাদিকরা সরকার ও দলের এই  মুখপাত্রের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘জামিন পেলে খালেদা জিয়া বিদেশে যাবেন এ কথা বিএনপির যে সদস্য বলেছেন তিনি আমার সঙ্গেও দেখা করেছিলেন। তিনি আমাকেও একই কথা বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানাতে বলেছিলেন। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। জামিন দেওয়ার এখতিয়ার আসলে আদালতের।  আদালতকে জামিন দেওয়ার কথা আমরা কীভাবে বলবো। বিচার বিভাগ তো স্বাধীন। যখন আদালত তাকে জামিন দেবেন তখন পক্ষে-বিপক্ষে কথা হবে। খালেদা জিয়াকে জামিন দেবেন কি না সেটা বিচারকের বিষয়। খালেদা জিয়ার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নেই।’

Ads
Ads