জয়নাল হাজারী আ.লীগের উপদেষ্টা পরিষদে নির্বাচিত বিষয়ে কিছুই জানেন না কাদের

- ৩-Oct-২০১৯ ০৮:১৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ফেনীর বহুল আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর নির্বাচিত যে খবর গণমাধ্যমে এসেছে সেই বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুই জানেন না।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আমার এ ধরনের খবর জানা নেই। খবর কোথা থেকে এলো, তাও জানি না। কে দিলো এই খবর, তাও জানি না। শুধু এটুকু জানি, ফেনী জেলা সম্মেলন হবে। একটা তারিখ নির্ধারণ হয়েছে।
তিনি আরও বলেন, জয়নাল হাজারী অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কিছু সহযোগিতা করেছেন। তিনি সিঙ্গাপুর গেছেন কি না তা জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আমার কাছে এসেছিলেন, বলেছিলেন তিনি অপারেশনের জন্য সিঙ্গাপুর যাবেন। এখানে উপদেষ্টা করার কোনো নির্দেশনা নেই।
/কে