পাকিস্তানকে ১৬৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

- ৫-Oct-২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
ফিনিশিংটা ভালো হল না শ্রীলঙ্কার। শুরুর তান্ডব শেষ পর্যন্ত টেনে আনতে পারলো না লঙ্কান ব্যাটসম্যানরা। শুরু শ্রীলঙ্কা করলেও শেষটা করেছে পাকিস্তানি বোলাররা। স্কোর দুইশ ছাড়িয়ে যাওয়ার কথা থাকলেও করলেন মাত্র ১৬৫ রান। এ রান করেত নির্ধারিত ২০ ওভারে হারাতে হয়েছে ৫ উইকেট। ফলে পাকিস্তানের লক্ষ্য দাড়ালো ১৬৬ রান।
শনিবার (৫ অক্টোবর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। আগে ব্যাট করার সকল ফয়দা তুলে নেন লঙ্কান দুই ওপেনার গুনাতিলাকা ও আভিস্কা ফার্নান্দো। তারা ওপেনিংয়ে তোলের ৮৪ রান। ঝড়ো ইনিংস খেলেন গুনাতিলাকা, তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৭ রান।
দলীয় ১২০ রানে আভিস্কা ফার্নান্দো ৩৩ রান করে রান আউটের শিকার হন। ১৫ রান পর সাজঘরে ফেরেন ৩২ রান করা ভানুসা রাজাপাকসে। এরপর ১৫৩ রানে দাসুন শানাকা ও শেহান জয়সুরিয়া আউট হলে ১৬৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে মোহাম্মাদ হাসনাইন নেন ৩ উইকেট ও শাদাব খান নেন ১ উইকেট।