রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

- ৯-Oct-২০১৯ ০১:৪২ অপরাহ্ন
:: আন্তর্জাতিক ডেস্ক ::
এবার রসায়নে এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এ পুরস্কার পাচ্ছেন রসায়নবিদ জন বি গুডনাফ, রসায়নবিদ এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়ুশিনো।
সুইডেনের স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দেয়া হয়। পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা।
ফিজিক্যাল কসমোলোজি বিষয়ে গবেষণায় এই পুরস্কার পান জেমস পিবলস এবং সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।
মঙ্গলবার (৮ অক্টোবর) মহাকাশ নিয়ে গবেষণায় অবদান রাখায় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান জেমস পিবলস, মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।
গত সোমবার (৭ অক্টোবর) প্রাণিকোষ কীভাবে অক্সিজেনের পর্যাপ্তি বোঝে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়- এমন বিষয়ে গবেষণা করে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।
আগামীকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ১১ অক্টোবর শুক্রবার শান্তি ও ১৪ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে।