ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু মেয়েদের

- ৯-Oct-২০১৯ ০২:৫৫ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
ভুটানকে তাদের নিজেদের মাঠে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশ।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার বয়সভিত্তিক এ প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।
প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় বাংলাদেশের কিশোরীরা। ২২ মিনিটে প্রথম গোলটি করেন রিপা আক্তার। ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে গোলাম রব্বানী ছোটনের দল।
পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলেছে বাংলাদেশের মেয়েরা। তবে যে পরিমাণ সুযোগ তৈরি করেছে, হাতছাড়া করেছে সিংহভাগই। ম্যাচে ১৩টি কর্নার কিক আদায় করে বাংলাদেশ। সেখানে ভুটান পারেনি একটি কর্নারও আদায় করতে। বাংলাদেশের আধিপত্যটা এখানেই পরিষ্কার।
দারুণ এই জয়ে ভুটানের ওপর আধিপত্য ধরে রাখল মেয়েরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে লিগ পর্বে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের বার ৫-০ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছিল দল।
২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের দ্বিতীয় আসরে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দল।
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪-১ গোলে হেরে এবারের টুর্নামেন্ট শুরু করেছে নেপাল।
/কে