আবরার ফাহাদের রুমমেট মিজান আটক

- ১০-Oct-২০১৯ ০৮:৩৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে তাকে আটক করা হয়। আজ সকালে ঢাকার সবুজবাগ থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেফতারের পর আবরারের রুমমেট আটকের ঘটনা ঘটল।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ঘটনার দিন আবরারকে রুম থেকে কে ডেকে নিয়ে গিয়েছিল সে বিষয়ে জানতে মিজানকে আটক করা হয়েছে।
শেরেবাংলা হলের প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, মিজান হলের ১০১১ নম্বর রুমে ঘুমিয়ে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
/কে