কাতারের কাছে হেরে গেল বাংলাদেশ

- ১০-Oct-২০১৯ ০৪:০২ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
কাগজ-কলম বা র্যাংকিং সব দিকেই এগিয়ে ছিল কাতার। কাতারের লক্ষ্য যেখানে জয়, সেখানে বাংলাদেশ নেমেছিল ভালো খেলে ড্র নিয়ে মাঠ ছাড়তে। জামাল ভূঁইয়ারা ভালো খেলেছে ঠিকই তবে ড্র নিয়ে মাঠ ছাড়া হল না। ২-০ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচে দুই দল সমানে সমান ছিল। শক্তির বিচারে এগিয়ে থাকলেও একেবারে কাতারকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। ‘গুড ফিনিশিংয়ে’র অভাবে গোল পায়নি বাংলাদেশ।
তাছাড়া এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রাখার জবাব খুজে পায় বাংলাদেশের ডিফেন্ডাররা। প্রথমার্ধে ২৮ মিনিট চলে দুই দলের জমজমাট লড়াই। খেলার ২৯ মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সের জটলা থেকে গোল করেন কাতারের ইউসুফ।
দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। বাংলাদেশ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে অতিরিক্ত সময়ে করিম বৌদিয়াফের গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধানে জয় পায় ২০২২ সালের বিশ্বকাপের আয়োজকরা।