তোপের মুখে পরছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী!

  • ১০-Oct-২০১৯ ০৭:২০ অপরাহ্ন
Ads

::উৎপল দাস::

এবার তোপের মুখে পরতে পারেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিতব্য যুবলীগের আগামী সম্মেলনকে কেন্দ্র করে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে উপস্থিত হলেই নেতাকর্মীদের দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একচ্ছত্র প্রভাব ধরে রাখা সংগঠনের চেয়ারম্যান ওমর ফারক চৌধুরী মূলত দলটির মধ্যে একনায়তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাম্প্রতিক সময়ে তার সামনে দুঃসময় এসেছে বলেই নেতাকর্মীরা কয়েকটি বিষয়ে তার কাছে জবাবদিহিতা চাওয়া হতে পারে। 

গত কয়েক বছর ধরে যুবলীগের কয়েকজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য কোনঠাসা থাকার পর এবার অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের মাঝারি সারির কয়েকজন নেতার লাগাম কেন টেনে ধরতে পারেননি যুবলীগ চেয়ারম্যান? অথবা তাদের সঙ্গে ওমর ফারুক চৌধুরীর কোনো যোগসাজশ ছিল কিনা? অথবা তাদের অবৈধ আয়ের ভাগ পেয়ে এতদিন চুপ ছিলেন কিনা সেসব বিষয়ে তোপের মুখে পরতে পারেন প্রবল পরাক্রমশালী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। 


 

Ads
Ads