আবরার হত্যার ঘটনায় আরো এক আসামি আটক

  • ১১-Oct-২০১৯ ১১:৫৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরো এক আসামিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সাতক্ষীরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম শামীম বিল্লাহ।

আবরার হত্যার ঘটনায় করা মামলায় শামীম ১৪ নম্বর আসামি। তিনি বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এ নিয়ে এখন পর্যন্ত ১৮ জন গ্রেফতার হলেন।

এর আগে আজ সকালে সিলেট থেকে মামলার এজাহারভুক্ত আরেক আসামি মাজদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

 

/কে 

Ads
Ads