গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

- ১২-Oct-২০১৯ ০৪:৪২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
শনিবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি চার রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হাজী হামিদ হোসেনের ছেলে আহাম্মদ হোসেন (৪৫) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছয় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুর রহমান ও আহাম্মদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবা ও অস্ত্র উদ্ধারে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের দিকে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে অন্য ইয়াবা কারবারিরা। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
/কে