নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা চালু করেছে সরকার: প্রধানমন্ত্রী

- ১২-Oct-২০১৯ ০৬:২২ পূর্বাহ্ণ
ফাইল ছবি
:: ভোরের পাতা ডেস্ক ::
নারী অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পথ দেখিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে এই সরকার। এছাড়া অবহেলিত নারীদেরও সহায়তা করছে সরকার।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে দীর্ঘ এক দশক পর মহিলা শ্রমিক লীগের জাতীয় এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে মেয়েরা কোন ভাল পদে ছিল না। তবে বঙ্গবুন্ধ মেয়েদের সুযোগ করে দিয়েছিলেন। নারী ও পুরুষকে একটি দেহের দুই পায়ের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, এক পা খোড়া হলে একটি দেহ খুরিয়ে হাঁটে। মেয়েরো পিছিয়ে গেলে সমাজ পিছিয়ে যায়।
গত বৃহস্পতিবার মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথি ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
সভাপতির রওশন জাহান সাথী। তিনি নবম সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শামসুন্নাহার বেগম। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
/কে