বুয়েট শিক্ষার্থীদের ৫ দফা মেনে নোটিশ আকারে প্রকাশ

- ১২-Oct-২০১৯ ০৭:৫১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতার জেরে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে নিহত আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের ৫ দফা দাবিও মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব দাবি মেনে শনিবার (১২ অক্টোবর) নোটিশ আকারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জারিকৃত নোটিশগুলো হলো:
১। হত্যাকারীদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে। আদালতে অন্য কেউ দোষী হলে তাকেও বহিষ্কার করা হবে। নির্যাতনের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
২। অবৈধ ছাত্রদের ছিট বাতিল করা হবে।
৩। ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসন সক্রিয় থাকবে।
৪। হলগুলোর সিসিটিভি সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে।
৫। সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হলো।
এর আগে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ১৪ অক্টোবর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগে শিক্ষার্থীরা ৫ দফা দাবি পূরণের আহ্বান জানান।
/কে