বুয়েটে দুদিনের জন্য আন্দোলন শিথিল, যথাসময়ে ভর্তি পরীক্ষা হবে

  • ১২-Oct-২০১৯ ০৯:২০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতার জেরে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে নিহত আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনের জন্য শিথিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

শনিবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। তারা বলেন, প্রধানমন্ত্রী পদক্ষেপের কারণেই বিচার কাজ এগিয়েছে। দাবি দ্রুত মেনে নেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ধন্যবাদ দেন। 

শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি ১০টি। মূলত ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা ৫টি দাবি পূরণের কথা বলেছিলেন। যেহেতু প্রশাসন দাবিগুলো পূরণে কাজ শুরু করেছে তাই তারা প্রশাসনের উপর আস্থা রেখেছেন। তারা জানান, দাবি অনুযায়ী ইতোমধ্যে কয়েকটি হলে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। 

 

/কে 

Ads
Ads